Header Ads

  • Breaking News

    যৌনতার পাশাপাশি শারীরিক সুখও দিবে রাখির নতুন কনডম

    লিউড তারকাদের মধ্যে অনেকেই নিরাপদ যৌনতার প্রচারণায় অভিনয় করেছেন কনডমের বিজ্ঞাপনে। সানি লিওন ও বিপাশা বসু এই পণ্যের প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নিয়ে বেশ বিতর্কিত হয়েছিলেন। এই অভিনেত্রীদের টেক্কা দিতে একই পণ্যের নতুন ব্র্যান্ড নিয়ে আসছেন রাখি সাওয়ান্ত। ‘বিবয়’ নামের একটি কনডমের বিজ্ঞাপন করলেন তিনি সম্প্রতি।


    গত ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন রাখি। দুবাইয়ে ধারণ করা তার এই বিজ্ঞাপনের শুটিং চলাকালীন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তিনি দাবি করছেন, তার কনডম ব্র্যান্ড বিপাশা বসু ও সানি লিওনের কনডম থেকে অনেক ভালো ও নিরাপদ। তিনি আরও বলেন, তার বিবয় কনডম নিরাপদ যৌনতার পাশাপাশি শারীরিক সুখও দিয়ে থাকে।

    বিজ্ঞাপন প্রসঙ্গে রাখি বলেন, ভারতে আরও বহু কনডমের বিজ্ঞাপন ও প্রচারণার প্রয়োজন কনডমের বিজ্ঞাপন করা সমাজ সেবামূলক কাজের থেকে কম নয়। কনডমের বিজ্ঞাপন বাড়লে যৌন রোগ কমবে। লোকে যাই বলুক, তার দৃঢ় বিশ্বাস, সমাজসেবা করছেন তিনি। তার মতে, যৌনতা নিয়ে আলোচনা অস্বস্তিকর নয়, বরং ধর্ষণ বন্ধ করতে অত্যন্ত জরুরি।

    No comments

    Post Top Ad

    SERVER 1

    SERVER 2

    Post Bottom Ad

    SERVER 1

    SERVER 2

     downloads