মাইক্রোওয়েভে মোবাইল চার্জ!.....POSTED BY MD ROBIN HASSAN
মাইক্রোওয়েভ প্রযুক্তি মূলত খাবার গরম করার কাজেই ব্যবহার করা হয়। এবারে জাপানের গবেষকেরা মাইক্রোওয়েভ ব্যবহার করে মুঠোফোনে চার্জ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছেন।
টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মাইক্রোওয়েভ থেকে নির্গত অপ্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে তা মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি উন্নয়নে কাজ করছেন।
গবেষকেদের দাবি, মাইক্রোওয়েভ যখন খাবার গরম করার কাজে ব্যবহার করা হয় তখন অনেক শক্তি কাজে লাগে না। এ শক্তিকে ব্যাটারিতে চার্জ দেওয়ার কাজে লাগানো যেতে পারে।
এ শক্তি সংগ্রহের জন্য একটি যন্ত্র তৈরি করেছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ওশিহিরো কাওয়াহারা ও তার দল।
গবেষকেরা আরও বলেন, 'তাদের তৈরি যন্ত্রটিতে একটি অ্যানটেনা রয়েছে যা মাইক্রোওয়েভের অতিরিক্ত শক্তি সংগ্রহ করে এবং মুঠোফোনের চার্জার হিসেবে কাজ করতে পারে।'
তাদের তৈরি প্রক্রিয়াটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে।
POSTED BY MD ROBIN HASSAN
No comments