Wednesday, April 16.

Header Ads

ads

যেসব জেলায় ৩১ তারিখ থেকে স্মার্ট কার্ড দেওয়া হবে

SERVER 1

SERVER 2

নিজস্ব প্রতিবেদক: নাগরিকের হাতে উন্নতমানের স্মার্ট কার্ড তুলে দিতে সিটি কর্পোরেশনের পর জেলাগুলোতে স্মার্ট কার্ড দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন ইসি।
boishakhi_1511250075
এনআইডির মহাপরিচালক সাইদুর ইসলাম বলেন, ৩১ ডিসেম্বর থেকে দেশের ৬৪ জেলার মধ্যে ৩৭ জেলায় প্রথমে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। পরবর্তিতে ২০১৮ সালে অন্য জেলাগুলোতেও স্মার্ট কার্ড দেওয়া হবে।
যেসব জেলায় ৩১ তারিখ থেকে স্মার্ট কার্ড দেওয়া হবে,
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, রাঙ্গামাটি সদর, নোয়াখালী সদর, কক্সবাজার সদর, খাগড়াছড়ি সদর, বান্দরবান সদর, রাজশাহী সিটি কর্পোরেশন ও পবা উপজেলা, পাবনা সদর, জয়পুরহাট সদর।
খুলনা সিটি কর্পোরেশন, মেহেরপুর সদর, নড়াইল সদর, বাগেরহাট সদর।
বরিশাল সিটি কর্পোরেশন, পটুয়াখালী সদর, পিরোজপুর সদর, বরগুণা সদর, ঝালকাঠি সদর।
সিলেট সিটি কর্পেরেশন, হবিগঞ্জ সদর, সুনামগঞ্জ সদর।
ঢাকা সার্কেল ইউনিয়ন, ঢাকা সাভার,গাজীপুর সিটি কর্পোরেশন, শরীয়তপুর সদর, গোপালগঞ্জ টুংগিপাড়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর।
রংপুর সিটি কর্পেরেশন, নীলফামরী সদর, পঞ্চগড় সদর, দিনাজপুর সদর, লালমনিরহাট সদর, গাইবান্ধা সদর, ঠাকুরগাঁও সদর, কুড়িগ্রাম সদর, বগুড়া সদর, নেত্রকোণা সদর।
উল্লেখ্য দেশে বর্তমানে ভোটার আছে ১০ কোটি ১৮ লাখ, নতুন এবছর যোগ হবে ৩০ লাখের মত। ইসি প্রথমে ৯ কোটি ভোটারকে স্মর্ট কার্ড দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু বাতিল হওয়ায় এখন সাড়ে ৭ কোটির মত নাগরিক স্মর্ট কার্ড পাবে। বাকি ৩ কোটি ভোটারের জন্য সিদ্ধান্ত হয়নি।

1 comment:

  1. blogger_logo_round_35

    Best funny new tv creative ads collection don't miss you

    ReplyDelete

Post Top Ad

Post Bottom Ad